সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর অভিভাবককে ৫ লাখ টাকা দেওয়ার আদেশ
ময়নমনসিংহে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও ছয় বছর বয়সী বোনকে হারানো নবজাতকের আইনী অভিভাবকদের আগামী ১৫ দিনের মধ্যে পাঁচ লাখ টাকা পরিশোধের আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
মঙ্গলবার (১৯ জুলাই) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ আদেশ দেন উচ্চ আদালত।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, ও মো. জাকির হোসেনের সমন্বিত বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এ আদেশ প্রদান করেন।
সড়ক পরিবহন আইনের ৫৪ ধারা অনুযায়ী গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, 'শিশুটির চিকিৎসা চলমান রাখার জন্য টাকার প্রয়োজন।'
এছাড়া আদালত নবজাতক বাচ্চার দেখাশোনার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারিকে একটি কমিটি গঠন করতে পরামর্শ দিয়েছেন। আগামী তিন মাসের মধ্যে এ কমিটিকে নবজাতকের যত্নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে প্রতিবেদন দিতে আদেশ দেওয়া হয়েছে।
গত ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় এক দম্পতি ও তাদের ছয় বছরের মেয়ে নিহত হন। দুর্ঘটনার পরপরই গর্ভবতী রত্না বেগম কন্যা সন্তানের জন্ম দেন।
দুর্ঘটনার পর গত সোমবার (১৮ জুলাই) আইনজীবী কানিজ ফাতিমা তুনাজ্জিনা নবজাতকের জন্য ক্ষতিপূরণ ও তার যত্ন বিষয়ে উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করে একটি রিট আবেদন করেন।
শুনানির সময় রিট আবেদনকারীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সাইদ মাহসিব। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। এ সময় আদালতে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক ও মোহাম্মদ আব্বাস উদ্দীন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ, সড়ক পরিবহন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সচিব; ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ট্রাক মালিককে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।