জেনে নিন চট্টগ্রামের কোন এলাকায় কখন লোডশেডিং
সরকারের নির্দেশনার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে।
মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে বিউবো চট্টগ্রাম জোনের সন্ধ্যা ৭টা থেকে রাত ১২ টা পর্যন্ত লোডশেডিং এর শিডিউল প্রকাশ করেছে।
প্রাথমিকভাবে লোডশেডিং এর পরিমাণ ১০০ মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের (বিতরণ) প্রধান প্রকৌশলী রেজাউল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমাদের লোডশেডিংয়ের বিষয়টি স্থির থাকছে না।"
একশ মেগাওয়াটের সম্ভাব্য লোডশেডিং ধরে পরিকল্পনা করার পর যদি দুইশ মেগাওয়াট লোডশেডিং করতে হয় সেক্ষেত্রে এসব পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে বলে জানান তিনি।
"আমাদের সাড়ে চারশ ফিডার রয়েছে। একই সময়ে এতগুলো ফিডার নিয়ন্ত্রণ করাটাও কঠিন হয়ে পড়ে। গতকাল আমরা একটি খসড়া পরিকল্পনা পাঠিয়েছিলাম। আমরা চেষ্টা করছি এই পরিকল্পনা আজকে না হলেও আগামীকাল থেকে বাস্তবায়ন করার," বলেন তিনি।
বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য শিডিউলভিত্তিক লোডশেডিংয়ের পাশাপাশি আরও যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত রাখা; রাত ৮টার পর শপিংমল বন্ধ রাখা; মসজিদে এসি ব্যবহার বন্ধ রাখা।
এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা ও সরকারি অফিসের সভা ভার্চুয়ালি নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া আরো বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি অফিসের সময়সূচি দুই ঘণ্টা কমানোর চিন্তা চলছে বলেও জানানো হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।