পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির পর ছবিটি সরিয়ে নিল পাকিস্তান হাইকমিশন
গত ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন ফেসবুকে একটি ছবি প্রকাশ করে। ঘটনার প্রেক্ষিতে গতকাল পাকিস্তান হাইকমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছবিটি মুছে ফেলতে বলা হয়।
মন্ত্রণালয়ের আপত্তির পর আজ রোববার পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজ থেকে ছবিটি সরানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সকালে গণমাধ্যমকর্মীদের বলেন, "আমরা তাদের (পাকিস্তান) বলেছি, এটা আমাদের পছন্দ নয়। এখানে এটি বাদ দিলেই ভালো হয়।"
গতকালের অনুরোধের জবাবে পাকিস্তান হাইকমিশন জানায়, এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য নেই। তারা সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তুরস্ক, সৌদি আরব এবং মালয়েশিয়ার সাথেও এই ধরনের ছবির নমুনা সরবরাহ করে।
বাংলাদেশের জন্য এ ব্যাখ্যা সন্তোষজনক নাকি তা জানতে চাইলে মোমেন বলেন, "অন্যান্য দেশগুলো আপত্তি করেনি, কিন্তু যেহেতু আমরা এটা পছন্দ করিনি, তাই আশা করি, কর্মঘণ্টা শুরু হওয়ার সাথে সাথে তারা আমাদের অনুরোধ মেনে নেবে।"
আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ডি-৮ এর ২০তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়েও এদিন কথা বলেন মন্ত্রী। ডি-৮ বৈঠকে পাকিস্তানসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।