আলেশা মার্টের টাকা ফেরত পেতে গ্রাহকদের মানববন্ধন
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে পণ্য অর্ডার দিয়ে না পেয়ে টাকা ফেরত পেতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তারা বলছেন, আলেশা মার্ট চেয়ারম্যান মোহাম্মদ মনজুর আলম সিকদার বার বার আশ্বাস দিয়েও পণ্য দিচ্ছেন না। আমরা সরকারের কাছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি। রোববার কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভবনের সামনে আলেশা মার্ট কাস্টোমারস ফোরাম ব্যনারে মানববন্ধন করেন গ্রাহকরা।
এ ফোরামের সভাপতি ইফান মাহমুদ বলেন, বার বার আমাদের চেক দেওয়া হচ্ছে কিন্তু ব্যাংকে গিয়ে দেখি টাকা নেই। এজন্য চেক নয়, আমরা নগদ টাকা চাই। চেয়ারম্যান ভিডিও বার্তায় কিছুদিন পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা আশ্বাস দিচ্ছেন। আমরা এখন পণ্য চাই না, টাকা ফেরত চাই।
তিনি বলেন, ৩,৫০০ থেকে ৪,০০০ গ্রাহক আছে যারা গত বছর জুনে পণ্যের অর্ডার দিয়েছে। এক বছরের বেশি সময় পার হলেও পণ্য দিচ্ছে না। অথচ ৪৫ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। গ্রাহকদের ২৩০ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানান তিনি।
ইফান মাহমুদ, ৮ লাখ ৯১ হাজার টাকা দিয়ে ৭টি মোটরসাইকেল অর্ডার করেছিলেন। তিনি বলেন, 'বেশিরভাগ ক্রেতাই মোটরসাইকেলের অর্ডার করেছিলেন। এখন মোটরসাইকেলও দিচ্ছে না, আমাদের টাকাও দিচ্ছে না। আমাদের টাকা ফেরতের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও আমাদের অভিযোগ জানিয়েছি।
এসময় গ্রাহক রায়হান মিয়া, রাকিব আহমেদ আসিকুর রহমান, সাইফ খানসহ প্রায় ৫০ জন উপস্থিত ছিলেন। তারা সকলেই এক বছর আগে মোটরসাইকেল অর্ডার করেছিল, এখনও পণ্য পাননি।