আয়ের চেয়ে সোয়া এক কোটি টাকা ব্যয় বেশি বিএনপির
২০২১ সালে বিএনপি আয়ের চেয়ে ব্যয়ই বেশি করেছে। ওই বছরে বিএনপির দল পরিচালনা করতে গিয়ে ক্ষতি হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকার বেশি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া বিএনপির ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব থেকে এসব তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয় বিএনপি।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গত বছর আমাদের দলের আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। কর্মচারীদের বেতন-বোনাস, ক্রোড়পত্র বিল, অফিস খরচসহ বিভিন্ন খাতে এ টাকা ব্যয় হয়েছে।
আয়ের উৎস ছিল- সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে অনুদান ও এফডিআর।
এসময়ে মোট ঘাটতি হয় ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা। ব্যাংকের জমা থেকে এই ঘাটতি মেটানো হয়েছে বলে জানান রিজভী।
২০২০ সালে বিএনপির আয় হয়েছে এক কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা। ব্যয় দেখানো হয়েছে এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এর মধ্যে ঘাটতি এসেছে ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা।