লঞ্চ ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব মালিকদের
লঞ্চের বর্তমান ভাড়া দ্বিগুণ বাড়ানোর জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-কে প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিকেরা।
রোববার (৭ আগস্ট) বিআইডব্লিউটিএ-কে লেখা এক চিঠিতে এ প্রস্তাব পাঠায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি।
চিঠিতে লঞ্চের যাত্রীভাড়া প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২.৩ টাকা থেকে বাড়িয়ে ৪.৬ টাকা করা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটার দুই টাকা থেকে চার টাকায় বাড়ানোর অনুরোধ জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে লঞ্চ পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই এ পরিস্থিতিতে যাত্রীভাড়া বাড়ানো প্রয়োজন।