বিশ্বব্যাপী বিপুল অর্ডার বাতিল করছে ওয়ালমার্ট, লোকসানের আশঙ্কায় আরএমজি মালিকরা
অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ইউরোপ-আমেরিকার ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। ফলে বিলিয়ন ডলারের অর্ডার বাতিল করে দিয়েছে বাংলাদেশের পোশাক খাতের অন্যতম প্রধান ক্রেতা ওয়ালমার্ট।
কোম্পানিটির নির্বাহীরা বলেছেন, ওয়ালমার্ট তাদের বেশিরভাগ গ্রীষ্মকালীন সংগ্রহ বিক্রি করে দিয়েছে। কোম্পানিটি তাদের ইনভেনটরি নতুন করে ঠিক করছে বলেও জানান তারা। তবে চলমান পরিস্থিতি ঠিক করে অন্তত আরও দুই প্রান্তিক লেগে যাবে।
ওয়ালমার্টের এ পদক্ষেপ ইতিমধ্যে বাংলাদেশের পোশাক খাতে প্রভাব ফেলতে শুরু করেছে। কারণ কোম্পানিটি বাংলাদেশের পোশাক খাতের প্রধান ক্রেতা।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী জানান, ওয়ালমার্ট এরই মধ্যে কিছু অর্ডার বাতিল করায় পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কোম্পানিটি সরবরাহের জন্য প্রস্তুত কিছু অর্ডারের শিপমেন্ট বাতিল করেছে এবং প্রক্রিয়াধীন শিপমেন্টগুলোকে স্থগিত করে দিয়েছে।
রকিবুল আলম বলেন, কারখানা মালিকদের কেউ বিজিএমইএকে অর্ডার বাতিলের বিষয়ে না জানালেও সংগঠনটি তাদের সদস্য কারখানাগুলোর সঙ্গে যোগাযোগ করেছে।
আদেশ বাতিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজিএমইএকে জানাতে বলা হয়েছে সদস্য কারখানাগুলোকে।