ওষুধের দোকান খোলা থাকবে ২৪ ঘণ্টা: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানী ঢাকাসহ দেশের সব ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "রাত ১২টার পর ওষুধ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রিতে কোনো বাধা নেই। এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।"
"ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি দেওয়া হবে। দক্ষিণ সিটি কর্পোরেশন যদি ভিন্ন কিছু চায়, তাহলে তাদের সাথে আমাদের বসতে হবে।"
তিনি আরো বলেন, "রাত ১২টার পরে ওষুধ বিক্রি সীমিত করার যে সিদ্ধান্ত তারা নিয়েছিল তা আমাদের সাথে আলোচনা করা হয়নি।"
চলতি সপ্তাহের শুরুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, রাত ১২টা পর্যন্ত ফার্মেসি খোলা থাকলেই যথেষ্ট।
তিনি সেসময় জানান, রাজধানীর ওষুধের দোকান ১ সেপ্টেম্বর থেকে সাধারণ ওষুধের দোকান রাত ১২টা এবং হাসপাতালের নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।
সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে, বিদ্যুৎ বাঁচাতে এবং জ্বালানির ক্রমবর্ধমান দামের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা দক্ষিণের সব দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।
এছাড়া রাত ১০টার মধ্যে সব রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। সিনেমা হল ও অন্যান্য বিনোদন প্রতিষ্ঠান রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে বলেও উল্লেখ করা হয়।