শনিবার প্রধানমন্ত্রীর সাথে চা শ্রমিকদের ভিডিও কনফারেন্স
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ন্যাশনাল টি কোম্পানির পাত্রখোলা চা বাগান থেকে আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন চা শ্রমিকরা।
এসময় সেখানে অন্যান্য চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আয়োজনটি সফল করতে ইতোমধ্যে প্রশাসনের কর্মকর্তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে চা শ্রমিকদের সঙ্গে মৌলভীবাজার জেলা প্রশাসনের বৈঠক শেষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই সিদ্ধান্তের ব্যাপারে সবাইকে জানান। বিষয়টি নিশ্চিত করেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের দলই ক্লাব থেকে মূল ভিডিও কনফারেন্সটি প্রচারিত হবে। এসময় অন্যান্য চা বাগানে প্রজেক্টরের মাধ্যমে পুরো ভিডিও কনফারেন্সটি দেখানো হবে।
এর আগে প্রধানমন্ত্রী এক নির্দেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণের নির্দেশ দেন। এরপর, প্রধানমন্ত্রী তাদের খোঁজখবর নিতে চা শ্রমিকদের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
প্রসঙ্গত, এর আগে বেতন বাড়ানোর দাবিতে টানা ১৯দিন আন্দোলন করছিলেন দেশের সকল চা বাগানের শ্রমিকেরা। এই প্রেক্ষিতে, গত ২৭ আগস্ট বাগান মালিকদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় ১৯ দিন পর বাগানে কাজে ফিরেন আন্দোলনরত চা শ্রমিকরা। তবে আন্দোলনের শুরু থেকেই তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।