শাওনসহ প্রত্যেক নেতাকর্মীর মৃত্যুর হিসাব নেব: মির্জা ফখরুল
বন্দুকের নল ঠেকিয়ে নিহত যুবদল নেতা শাওনের আপন বড় ভাইকে দিয়ে নারায়ণগঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
"আমি হুঁশিয়ার করে বলতে চাই যারা মিথ্যা মামলা করিয়েছেন, যারা মিথ্যে মামলা করাবেন, গণতান্ত্রিক কর্মীদের হত্যা করবেন, আপনাদের হিসাব কড়ায়-গন্ডায় নেওয়া হবে"- এমন হুশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, "ইতিমধ্যে ভোলাতে আমাদের নূরে আলম আব্দুর রহিম হত্যার মামলা দায়ের করেছি। আমরা অবশ্যই নারায়ণগঞ্জে শাওন হত্যার মামলা করব। বিভিন্ন জেলায় আমাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে তার প্রত্যেকের হিসাব নেব।"
শুক্রবার সন্ধ্যায় দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "পত্রিকায় ছবি বেরিয়েছে যে পুলিশ গুলি করছে। এরা গুম করে আবারও ক্ষমতায় থাকতে চায়। কিন্তু এবার সেই চিন্তা করবেন না। মানুষ জেগে উঠেছে। এদের কালো হাত ভেঙ্গে গুড়িয়ে দেবে।"
মির্জা ফখরুল আরও বলেন, "গতকাল একজন এসপি বলেছে শাওন যুবদলের কর্মী নয়, কিন্তু আমি আজকে গিয়েছিলাম নারায়ণগঞ্জে আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী শাওনের পরিবারের আত্মীয়-স্বজনের সবাই বলছে সে যুবদল করতো এবং মিছিলের অগ্রভাগে এসেছিল সেই ছবি প্রকাশ হয়েছে।"
তিনি বলেন, "শাওনের লাশ গোপনে পুলিশী প্রহরায় দাফন করা হয়েছে। পরিবারের সদস্যদের লাশ দেয়নি, দলের নেতাকর্মীদের লাশ দেয়নি। তার আপন বড় ভাইয়ের বুকে বন্দুকের নল ঠেকিয়ে বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা করানো হয়েছে।"
মির্জা ফখরুলের অভিযোগ, সরকার ২০১৪-১৫-১৮ এর মত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রতি গুরুত্ব আরোপ করে মির্জা ফখরুল বলেন, "আমরা পুলিশ সহ কোন সংস্থার বিরুদ্ধে নয়, বিপক্ষে নয়। আমরা আপনাদের প্রতিপক্ষ মনে করি না। কিন্তু আপনারা জনগনের প্রতিপক্ষ হবেন না। আপনারা জনগণের গণতান্ত্রিক লড়াইয়ে শামিল হবেন। এবার আমাদের শেষ লড়াই। জনগণের উত্তাল সমুদ্রের সুনামিতে সরকারের পতন ঘটাবো।"
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।