প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ভারত সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এক বৈঠকে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, দিল্লির আইটিসি মৌর্য হোটেলে বৈঠক চলমান ছিল বলে জানা গেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয় দেশের বহুমাত্রিক সম্পর্ককে দৃঢ় করবে প্রধানমন্ত্রীর ভারত সফর।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।
বিমানটি সোমবার দুপুরে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছে। সেখানে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ। ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানও উপস্থিত ছিলেন সেখানে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই চার দিনের রাষ্ট্রীয় সফরে শেখ হাসিনা সেদেশে গেছেন। প্রধানমন্ত্রীর সম্মানে বিমানবন্দরে একটি লাল গালিচা বিছানো হয়। ৬-৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল বাদ্যযন্ত্র বাজিয়ে স্বাগত নৃত্য পরিবেশন করবে।
বিমানবন্দর থেকে মোটরশোভা যাত্রা করে অভিজাত আইটিসি মৌর্য হোটেলে যান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি এখানেই থাকবেন। যাত্রাপথের দুই ধার বাংলাদেশ ও ভারতের পতাকাসজ্জিত করা হয়।
সফরকালে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।