৪০০ কোটি টাকার চেক প্রতারণার মামলায় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
৪০০ কোটি টাকার চেক প্রতারণার মামলায় চট্টগ্রামের ব্যবসায়ী, বলাকা গ্রুপ-এর মালিক নুর-উন-নবীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখার দায়ের করা মামলায় আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।
আদালতের তথ্যমতে, মোট ৪০০ কোটি টাকা পাওনার বিপরীতে চলতি বছরের জানুয়ারিতে নুর-উন-নবীর বিরুদ্ধে দুইটি চেক প্রতারণার মামলা দায়ের করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
মামলা পর নুর-উন-নবীকে আদালতে হাজির হতে সমন জারি করা হলেও তিনি আদেশ অমান্য করেন। এরপর ব্যাংকের আইনজীবী তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত সংশ্লিষ্ট থানাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী এএম জিয়া হাবীব আহসান বলেন, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ২০০৫ সাল থেকে বিভিন্ন সময় আক্তার এন্টারপ্রাইজের নামে ঋণ সুবিধা নিয়েছেন এ ব্যবসায়ী।
এছাড়া, নুর-উন-নবী'র বিরুদ্ধে ১৫০ কোটি টাকা পাওনা আদায়ে আরও একটি চেক প্রতারণার মামলা দায়ের করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হালিশহর শাখা। ওই মামলায়ও তার বিরুদ্ধে আদালতের সমন জারি রয়েছে।
এর আগে চলতি বছরের ১ জুন কমার্স ব্যাংকের ১২৮ কোটি টাকা পাওনার বিপরীতে নুর-উন-নবীর সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত।
ব্যাংকগুলোর তথ্যমতে, বলাকা গ্রুপের কাছে কমপক্ষে পাঁচটি ব্যাংকের ৯০০ কোটি টাকা পাওনা রয়েছে। এরমধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের দুই শাখার ৫৫০ কোটি টাকা, কমার্স ব্যাংকের ১২৮ কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ১৫০ কোটি টাকা, ও প্রাইম ব্যাংকের আগ্রাবাদ শাখার ২৫ কোটি টাকা পাওনা রয়েছে।