চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে: অনুমোদনের ৫ বছর পর নকশা পরিবর্তন, ব্যয় ও মেয়াদ বৃদ্ধি
অনুমোদনের পাঁচ বছর পর চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের নকশা পরিবর্তন করা হয়েছে। ফলে মেগা প্রকল্পটির ব্যয় ১ হাজার ৪৮ কোটি টাকা বেড়ে ৪ হাজার ২৯৮ কোটি ৯৫ লাখ টাকায় দাঁড়িয়েছে।
এছাড়া ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের উড়াল সড়কটির নির্মাণকাজের মেয়াদ আরো দুই বছর বাড়িয়ে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় তা সংশোধনের অনুমোদন দেওয়া হয়।
আগের নকশাটিও ঠিক ছিল বলে দাবি করেছেন প্রকল্পটির বাস্তাবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস দ্য। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'প্রকল্পটি গ্রহণের আগে নকশা প্রণয়নের সময় বন্দর, গ্যাস ও বিদ্যুৎসহ সকল প্রতিষ্ঠানের সঙ্গে বসে তাদের সম্মতি নেওয়া হয়েছিল। কিন্তু পরে প্রকল্পের কাজ করতে গিয়ে বন্দরের বাধা মুখে পড়তে হয়। বন্দরের সড়কে কাজ করলে তাদের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। এ কারণে বন্দর থেকে ৩০ ফুট জমি নেওয়া হয়েছিল।'
তিনি আরও বলেন, 'আগের নকশায় ৯টি র্যাম্প নির্মাণের কথা ছিল। এখন হবে ১৫টি। এই উড়াল সড়কটির সুবিধা যেন শহরের আনাচে-কানাচে, সব জায়গায় পৌঁছে যায়, সেই চেষ্টা রয়েছে।
'এছাড়া প্রকল্প অনুমোদনের সময় ভূমির ক্ষতিপূরণ ছিল দেড়গুণ। এখন তা তিনগুণ হয়েছে। এসব কারণে প্রকল্প ব্যয় বেড়েছে। টানেল চালুর আগে সড়কটির প্রথম ১০ কিলোমিটার, অর্থাৎ পতেঙ্গা থেকে নিমতলা বিশ্বরোড় পর্যন্ত আগামী ফেব্রুয়ারিতে চালু করে দেওয়া হবে।'
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক যান চলাচল স্বাভাবিক রাখতে ও শহরের যানজট নিরসনে হাতে নেওয়া এলিভেটেডে এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ২০১৭ সালে একনেক সভায় অনুমোদন হয়। সে সময় ৩ হাজার ২৫০ কোটি টাকা প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছিল ২০২২ সালের জনু পর্যন্ত।
২০১৯ সালে প্রকল্পটির কাজ শুরু হলে চট্টগ্রাম বন্দরের আপত্তি, জমি অধিগ্রহণের জন্য অপেক্ষা, ট্রাফিক বিভাগের অনুমতি না পাওয়া, লালখান বাজার অংশের নকশা নিয়ে আপত্তি ও বিকল্প সড়ক চালু না থাকাসহ নানা জটিলতা সামনে আসে। এসব কারণে প্রকল্পটি নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। অভিযোগ ছিল সঠিকভাবে সাম্ভাব্যতা যাচাই না করে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল।