জমে উঠেছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিন ব্যাপী নবম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ইভেন্টের দ্বিতীয় দিনে (শুক্রবার) জমে উঠে আয়োজনটি।
ইভেন্টে অংশগ্রহণকারী কোম্পানিগুলো ভ্রমণ প্যাকেজে নানা ছাড় দেওয়ায় দর্শনার্থীরা আকর্ষণীয় প্যাকেজের সন্ধানে স্টল ঘুরে দেখেন।
রাজধানীর হাতিরপুল থেকে মেলায় আসেন মোস্তাফিজুর রহমান। কক্সবাজার ভ্রমণের একটি প্যাকেজ কিনেছেন তিনি।
"করোনার কারণে আমরা গত দুই বছরে কোথাও যেতে পারিনি। আমি এখানে বিভিন্ন অফার সম্পর্কে জানতে এসেছি। ইভেন্টটি বেশ সুবিধাজনক কারণ আমি একই জায়গায় প্রায় সব তথ্যই পাচ্ছি," বলেন তিনি।
অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে রয়েছে ফ্লাই ফার লেডিস। নারীদের জন্য ভ্রমণ পরিষেবা দেয় তারা। ফ্লাই ফার লেডিসের অ্যাডমিন ম্যানেজার মায়মুনা মিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা বাংলাদেশে ট্যুরের জন্য ৫ থেকে ১০% এবং বিদেশ ভ্রমণের জন্য ৫ হাজার থেকে ১০ হাজার টাকা ছাড় দিচ্ছি। ভিসা প্রক্রিয়াকরণের খরচও আমরা বহন করছি।"
"আমরা ইউরোপসহ ২৫টি দেশে নারীদের নিয়ে একটি দল হিসেবে ভ্রমণ করেছি। আমাদের সকল ট্যুর গাইড নারী," যোগ করেন তিনি।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, মেলা থেকে বুক করা সকল ফ্লাইটের টিকিটে ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
মেলায় হোটেল সিগাল নিয়ে এসেছে দুই রাত তিন দিনের জন্য কয়েকটি প্যাকেজ। এর মধ্যে রয়েছে ক্যান্ডেল লাইট ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, হানিমুন কেক ইত্যাদি। এই প্যাকেজের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
এছাড়াও, তাদের হোটেল ভাড়ায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। যারা মেলায় বুকিং করবেন তারা এই অফারটি পাবেন। অক্টোবরব্যাপী চলবে এই অফার।
এছাড়া মেলায় এসেছে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা। মানিকগঞ্জ ও ইনানী, কক্সবাজারে তাদের রিসোর্ট রয়েছে। তারা ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে।
লতিফ হলিডেজ সিলেটে ভ্রমণের জন্য ৩০ শতাংশ ছাড়ের পাশাপাশি পরিবহন খরচে ১০ শতাংশ ছাড় দেবে।
নেপাল ট্যুরিজম বোর্ডের ম্যানেজার বিমল কাদের টিবিএসকে বলেন, "এই মেলার মাধ্যমে আমরা সাংস্কৃতিক বিনিময় করছি। প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ নেপাল ভ্রমণ করে। আমাদের ট্যুর কোম্পানিগুলো মেলায় বিভিন্ন ভ্রমণ প্যাকেজে ২০% থেকে ৩০% ছাড় দিচ্ছে। "
এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও সিইও মহিউদ্দিন হেলাল টিবিএসকে বলেন, "প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নে সম্পৃক্ত করার জন্য পর্যটনকে উন্নয়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত। উন্নয়নের জন্য আমাদের জীবনধারা, সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয় করতে হবে।"
"গতকাল শ্রীলঙ্কান এয়ারলাইন্স তাদের সংস্কৃতি নিয়ে একটি অনুষ্ঠান করেছে। আমরা আমাদের দেশে আরও বিদেশী পর্যটক আনতে অংশগ্রহণকারী দেশগুলোর ট্যুর অপারেটরদের সাথে আলোচনা করছি," তিনি যোগ করেন।
প্রায় আটটি দেশের অন্তত ১৩০টি পর্যটন কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বাংলাদেশ, নেপাল, থাইল্যান্ড, ভুটান, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক এবং লিথুয়ানিয়ার ৫০টিরও বেশি কোম্পানি দেশ ও বিদেশে আসন্ন পর্যটন মৌসুমের জন্য বিশেষ অফারসহ হলিডে প্যাকেজ নিয়ে মেলায় রয়েছে।
আজ শেষ হওয়া মেলাটি দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলার প্রবেশমূল্য ৩০ টাকা।