'বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিদেশিদের মন্তব্যে' পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা
'বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিদেশিদের' মন্তব্যের সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশে গণতন্ত্র ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বারবার মন্তব্য নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে মঙ্গলবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মোমেন এ মন্তব্য করেন।
এ প্রসঙ্গ টেনে তীব্র সমালোচনা করে মোমেন বলেন, গণতন্ত্রের ত্রুটি সর্বত্রই আছে।
তবে, যদি কোনো দুর্বলতা থাকে তাহলে তা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বাইরের কোনো পরামর্শের প্রয়োজন নেই।
তিনি বলেন, 'আমরা অন্যায় দেখলে সোচ্চার থাকি। এই হলো বাংলাদেশ।'
তিনি বলেন, 'বিদেশিরা তখনই মন্তব্য করে যখন গণমাধ্যম তাদের কাছে যায়। তাদের কাছে না গিয়ে আপনাদের উচিৎ (প্রশ্ন নিয়ে) আমাদের কাছে আসা।'