কক্সবাজার ক্যাম্পে আরও এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হাফেজ সৈয়দ হোসেন (২৩) নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮ টার দিকে উখিয়ার ক্যাম্প ১৯-এ এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন, ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ।
নিহত হাফেজ সৈয়দ হোসেন ক্যাম্প-১৯, ব্লক-এ/১০-এর মৃত জমিল হোসেনের ছেলে।
ক্যাম্পের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, মুখোশ পরা দুর্বৃত্তরা হাফেজকে নির্বিচারে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় সন্ত্রাসীরা এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য ফাঁকা গুলিও ছোঁড়ে বলে জানান তিনি।
হামলাকারীরা জঙ্গি সংগঠন আরসা'র সদস্য হতে পারে বলে সন্দেহ করছেন সাইফুল।
তিনি বলেন, "হাফেজ সৈয়দ আরসা (এআরএসএর) সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এটি হত্যার কারণ হতে পারে।"
সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ জানান, ক্যাম্প-১৯ এলাকার ব্লক-এ/১০ এর একটি দোকানের সামনে ৫-৬ জনের একটি দুষ্কৃতিকারী দল হাফেজের ওপর আকষ্মিকভাবে হামলা করে।
তিনি জানান, পুলিশ হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখছে এবং অপরাধীদের ধরার চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৬ অক্টোবর উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে হামলা চালিয়ে দুই রোহিঙ্গা নেতাকে জবাই করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা।
নিহত মৌলভী ইউনুস ও আনোয়ার, উখিয়ার ১৩ নং ক্যাম্পের যথাক্রমে প্রধান মাঝি ও উপ-প্রধান মাঝি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সর্বশেষ হত্যাসহ গত চার মাসে ক্যাম্পের ভেতরে ১৪ জনকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে আটজন স্বেচ্ছাসেবী নেতৃত্বদান যেমন- 'মাঝি' এবং 'প্রধান মাঝি' হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।