বিএনপির সমাবেশ সামনে রেখে বাস-ট্রেন-লঞ্চের পর রূপসার মাঝিরাও ২৪ ঘণ্টার ধর্মঘটে!
আগামীকাল খুলনায় বিএনপির সমাবেশের আগে আজ যাত্রী প্রতি এক টাকা ভাড়া বৃদ্ধির দাবিতে খুলনার রূপসা নদীর ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘ পারাপার বন্ধ ঘোষণা করেছে।
আগামীকাল (২২ অক্টোবর) সকাল থেকে ২৪ ঘণ্টা ওই ঘাটটি পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে বিএনপির নেতারা দাবি করছেন, ২২ অক্টোবর তাদের বিভাগীয় গণ সমাবেশে যাতে জনসমাগম কম হয়, সেজন্য আওয়ামী লীগের নেতাদের চাপে ঘাটের মাঝিরা কর্ম বিরতি ঘোষণা করেছে।
মাঝি সংঘের সভাপতি মোঃ রেজা ব্যাপারী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির কারণে এই কর্মসূচি দেয়া হয়েছে।
সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন ব্যাপারী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। অথচ নানা প্রতিকূলতার কারণে রূপসা ঘাটের ট্রলার ভাড়া বাড়েনি।
তিনি আরও বলেন, ঘাট পারাপারের যাত্রী প্রতি এক টাকা ভাড়া বৃদ্ধির দাবিতে আমরা ইতোপূর্বে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, খুলনা জেলা প্রশাসক, রূপসা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করি।
"কিন্তু এতে কোন ফল না পেয়ে আমাদের ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ও রেজুলেশন মোতাবেক এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।"
প্রসঙ্গত, খুলনা শহরে প্রবেশের জন্য দক্ষিণের বিভিন্ন জেলার মানুষ রূপসা ঘাট পার হয়ে থাকেন।
বিএনপির বিভাগীয় সমাবেশের মিডিয়া উপ-কমিটি আহবায়ক এহতেশামুল হক শাওন বলেন, 'আমাদের সমাবেশে যাতে লোক কম হয়, সে জন্য আগে বাস, লঞ্চ বন্ধ করা হয়েছে। এবার রূপসা ঘাট বন্ধ করা হলো।
"তবে আমাদের নেতা-কর্মীরা পাঁয়ে হেটে সমাবেশে চলে আসছেন। দরকার হলে সাঁতার কেটে আসবেন। আমাদের জনসমুদ্র আওয়ামী লীগ আটকাতে পারবে না।'