ঘূর্ণিঝড় সিত্রাং: বাগেরহাটে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ
ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানার আতঙ্কে আছে উপকূলবাসী। এরমধ্যেই খুলনার বাগেরহাটের কয়েকটি উপজেলার মানুষ সাইক্লোন শেল্টারে অবস্থান নিতে শুরু করেছে।
আজ সোমবার (২৪ অক্টোবর) দুপুর পর্যন্ত জেলার মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ২৯ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে। এছাড়া, অতি-দূর্যোগপ্রবণ এলাকায় উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা জনগণকে আশ্রয় কেন্দ্রে যেতে সহযোগিতা করছে।
গতকাল রোববার রাত থেকেই সতর্কতামূলক মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন ও কোস্টগার্ড।
ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, 'আমরা ৩৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সেখানে নেওয়া শুরু হয়েছে। এছাড়া ২৯৮ মেট্রিক টন চাল ও নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন দেখা দিলে এগুলি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিতরণের নির্দেশনা দেওয়া হবে'।