রোহিঙ্গা ক্যাম্প সংকট: উখিয়া ক্যাম্প থেকে ৪১ দুর্বৃত্ত গ্রেপ্তার
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামীসহ ৪১ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধের অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয় বলে জানিয়েছে এপিবিএন এর সংশ্লিষ্টরা।
শনিবার সকাল ১০ টায় এ তথ্য জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গণমাধ্যম কর্মকর্তা ও সহকারি পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
এপিবিএন জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত ৮ এপিবিএন এর আওতাধীন উখিয়ার ১৩, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে এপিবিএন এর পাশাপাশি উখিয়া থানা পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করে।
ফারুক আহমেদ বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের পাশাপাশি ক্যাম্পে সক্রিয় রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে ৮, ১৪ ও ১৬ এপিবিএন এবং জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়েছে।
"এতে বিভিন্ন মামলার পলাতক ১০ জন আসামি, মাদকসহ ৩ জন এবং আরও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়।"
এপিবিএন এর গণমাধ্যম কর্মকর্তা বলেন, "পরে গ্রেপ্তারদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে। "
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে (জুন-অক্টোবর) প্রায় ২৫ জন রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, এরমধ্যে নয়টি হত্যাকাণ্ডই ঘটে অক্টোবরে।
২৭ অক্টোবর (বৃহস্পতিবার) ক্যাম্প ১৭ এর সি ব্লকের আরো দুই রোহিঙ্গা - আয়াতুল্লাহ (৪০) এবং ইয়াসিন (৩০) -কে গুলি করে হত্যা করা হয়।
২৬ অক্টোবর (বুধবার) ১০ নম্বর ক্যাম্পে মোহাম্মদ জসিমকে গুলি করে হত্যা করা হয় এবং আরেক রোহিঙ্গাকে গুলি করা হয়।
১৮ অক্টোবর ১৯ নম্বর ক্যাম্পে সৈয়দ হোসেন নামে আরেক রোহিঙ্গা নিহত হন।
এর আগে ১০ অক্টোবর সৈয়দ হোসেনের বাবা জামাল হোসেনকে হত্যা করা হয়।
১৫ অক্টোবর ক্যাম্প ১৩ এর মাঝি ও সাব-মাঝি মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ ইউনুসকে গুলি করে হত্যা করা হয়।
১২ অক্টোবর ক্যাম্প ৯ এর সাব-মাঝি মোহাম্মদ হোসেনকে হত্যা করা হয়।
৪ অক্টোবর সন্ত্রাসীদের সঙ্গে এপিবিএনের বন্দুকযুদ্ধে তাসদিয়া আক্তার (১১) নামে এক শিশু নিহত হয়।