রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৯
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিরাপত্তা নিশ্চিত করতে অব্যাহত বিশেষ অভিযানে গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে শনিবার গ্রেপ্তার হয়েছে ৪১ জন।
৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, উখিয়ার ক্যাম্প-১৪ ঘিরে এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানেগ্রেপ্তার ১৯ জনের মধ্যে ১২ জন ডাকাতি মামলার আসামি, অপর ৭ জন অন্যান্য মামলার আসামি।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গত ৫ মাসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ ২৫ জন খুন হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত পাঁচ মাসে (জুন-অক্টোবর) প্রায় ২৫ জন রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, এরমধ্যে নয়টি হত্যাকাণ্ডই ঘটে অক্টোবরে।
২৭ অক্টোবর (বৃহস্পতিবার) ক্যাম্প ১৭ এর সি ব্লকের আরো দুই রোহিঙ্গা - আয়াতুল্লাহ (৪০) এবং ইয়াসিন (৩০) -কে গুলি করে হত্যা করা হয়।
২৬ অক্টোবর (বুধবার) ১০ নম্বর ক্যাম্পে মোহাম্মদ জসিমকে গুলি করে হত্যা করা হয় এবং আরেক রোহিঙ্গাকে গুলি করা হয়।
১৮ অক্টোবর ১৯ নম্বর ক্যাম্পে সৈয়দ হোসেন নামে আরেক রোহিঙ্গা নিহত হন।
এর আগে ১০ অক্টোবর সৈয়দ হোসেনের বাবা জামাল হোসেনকে হত্যা করা হয়।
১৫ অক্টোবর ক্যাম্প ১৩ এর মাঝি ও সাব-মাঝি মোহাম্মদ আনোয়ার ও মোহাম্মদ ইউনুসকে গুলি করে হত্যা করা হয়।
১২ অক্টোবর ক্যাম্প ৯ এর সাব-মাঝি মোহাম্মদ হোসেনকে হত্যা করা হয়।
৪ অক্টোবর সন্ত্রাসীদের সঙ্গে এপিবিএনের বন্দুকযুদ্ধে তাসদিয়া আক্তার (১১) নামে এক শিশু নিহত হয়।