শিল্প স্থাপনে বিভিন্ন জটিলতা দূর করবে বিডার ওয়ান স্টপ সার্ভিস: ভূমিমন্ত্রী
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) সঙ্গে ভূমি মন্ত্রণালয়কে যুক্ত করা হলে শিল্প স্থাপনে বিভিন্ন বাধা বিশেষত, ভূমি ব্যবস্থাপনার জটিলতা দূর হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিডার সঙ্গে ওএসএস পোর্টালে যুক্ত হওয়া নতুন পাঁচটি সেবা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, "বিনিয়োগ সেবা যত বেশি উন্নত হবে, তত বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ দেশে আসবে; এটি আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো দেশ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ছাড়া উন্নতি করতে পারেনা। তাই আমাদের সম্মিলিতভাবে বিনিয়োগ সেবা দিতে হবে।"
মোট ৫টি সেবা প্রদানের জন্য রাজধানীর বিডা ভবনে সমন্বয় কার্যক্রম হয়েছে। এরমধ্যে ভূমি মন্ত্রণালয়ের ১টি- সেবা ই-মিউটেশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ২টি সেবা- অনাপত্তিপত্র প্রদান (প্রস্তাবিত) ও অনাপত্তিপত্র প্রদান (বিদ্যামান), ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) ১টি সেবা- শিল্প প্রতিষ্ঠানে পানি সংযোগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ১টি সেবা- ভূমি ব্যবহারের ছাড়পত্র প্রদান রয়েছে।
সোমবারের অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, "ব্যবসা পরিচলনা ব্যয় অনেক কমে আসছে। একই ঠিকানায় সকল বিনিয়োগ সহায়ক সেবা থাকায় বাংলাদেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে ওএসএস।"
"এছাড়া, দুর্নীতির সুযোগ কমে যাওয়ার কারণে বিনিয়োগে আরও উৎসাহ এসেছে। ভূমিসেবা কার্যক্রম আরও সহজ ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে," যোগ করেন তিনি।
বিডা'র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, "আজকের ৫ টি সেবা বিডার অনলাইন ওএসএস পোর্টালে সংযুক্ত হওয়ার ফলে এখন থেকে বিডার ১৮টি সেবা এবং অন্যান্য ২২টি প্রতিষ্ঠানের ৪৫টি সেবাসহ মোট ৬৩টি সেবা অনলাইন ওএসএস সিস্টেমের মাধ্যমে প্রদান করা সম্ভব হবে। এর ফলে বিনিয়োগকারীরা এখন ঘরে বসেই অতি দ্রুত অনেক বেশি বিনিয়োগ সেবা পাবেন।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।