তারেক-জুবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২ নভেম্বর) দুপুরে বিএনপি সমর্থকদেরকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে আসতে দেখা যায়।
এর আগে গতকাল ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক আসাদুজ্জামান দম্পতির বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৫ জানুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন আদালত।
মামলায় বলা হয়েছে, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে মামলা করে দুদক।
জ্ঞাত আয়ের বাইরে সম্পদ থাকা এবং সম্পদের তথ্য গোপন করায় এ মামলা দায়ের করা হয়।
২০০৯ সালের ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
তারেকের শাশুড়ি ইকবাল মান্দ বানু মারা যাওয়ার পর তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
চলতি বছরের ২৫ জুন হাইকোর্ট তারেক ও জুবাইদাকে 'পলাতক' হিসেবে ঘোষণা করে এবং দুর্নীতির মামলা দায়েরকে চ্যালেঞ্জ করে তাদের রিট আবেদন খারিজ করে দেয়।
তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বাস করছেন।