ক্লাস বন্ধ রেখে স্কুল মাঠে ঢাকা উত্তর সিটির ‘উন্নয়ন’ সভা
রাজধানীর মিরপুরের আফফান মডেল স্কুলের শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে স্কুল মাঠে মতবিনিময় সভা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
'১৩ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন সাধনে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল মোল্লা।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়ে মেয়র আতিকুল বলেছেন, 'আমি কাউকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রোগ্রাম করতে বলিনি। মতবিনিময় সভা করতে কাউন্সিলরকে একটি জায়গার ব্যবস্থা করতে বলেছিলাম। এখন কেউ অতি-উৎসাহী হয়ে স্কুল বন্ধ করলে- এ দায় তো আমার না'।
তবে স্কুল কর্তৃপক্ষ জানান, বিদ্যালয়ের মাঠে সাউন্ডবক্স বাজিয়ে সভা করায় শিক্ষার পরিবেশ না থাকায়- স্কুল বন্ধ করে শিক্ষার্থীদের ফিরে যেতে বলা হয়।
আফফান মডেল স্কুলের অধ্যক্ষ মো. শাহ আলম টিবিএসকে বলেন, 'স্কুল মাঠে অনুষ্ঠান চললে শব্দের মধ্যে ক্লাস চালানো সম্ভব নয় বলে সকালের শিফটে আধা ঘণ্টা ক্লাস নেওয়ার পর যেসব ছাত্র এসেছিল তাদের ছুটি দিয়ে দিয়েছি। আর ডে শিফটের ছাত্র-ছাত্রীদের ফোন দিয়ে আসতে মানা করেছি'।
তিনি আরও বলেন, কাউন্সিলর আমাকে আগে জানিয়েছিলেন- মাঠে অনুষ্ঠান হবে। কিন্তু, ক্লাস বন্ধ রাখতে বলেনি। ক্লাস নেওয়া সম্ভব নয় বলেই সকালে সিদ্ধান্ত নিয়ে বন্ধ রাখি।
অনুষ্ঠানের কারণে হওয়া শব্দদূষণে এই এলাকায় খাদেমুল কোরান মডেল মাদ্রাসা, মনিপুর ক্যাডেট স্কুল ও কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
কাউন্সিলর ইসমাইল মোল্লা টিবিএসকে বলেন, 'আমাদের কোনো খেলার মাঠ কিংবা অডিটরিয়াম নেই। তাই বাধ্য হয়ে স্কুলটির মাঠে সভাটি করতে হয়েছে। স্কুল বন্ধের বিষয়ে কিছু জানি না। স্কুল কর্তৃপক্ষ আমাদের এ বিষয়ে কিছু জানাননি'।
এদিকে এই মতবিনিময় সভায় মশা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ফুটপাতের সমস্যাসহ স্থানীয় অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়।
এগুলি সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মেয়র আতিকুল।