পূর্বানুমতি ছাড়া সরকারি কর্মচারীদের গ্রেপ্তার: আপিলের অনুমতি পেলেন রাষ্ট্রপক্ষ
সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্ট।
একইসঙ্গে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
রোববার (৬ নভেম্বর) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
গত ১ সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগ। একইসঙ্গে, রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়।
ওইদিন আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করেছে। ফলস্বরূপ, পাবলিক সার্ভিস অ্যাক্ট, ২০১৮-এর ৪১(১) ধারা অনুযায়ী, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারের জন্য সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান এখনও বলবৎ রয়েছে।
এর আগে, গত ২৫ আগস্ট বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে সরকারের পূর্বানুমতি নেওয়ার বিধান বাতিল করেন। হাইকোর্ট বলেন, পাবলিক সার্ভিস অ্যাক্ট, ২০১৮-এর ৪১(১) নং ধারা বেআইনি, অসাংবিধানিক এবং এটি মৌলিক অধিকারের লঙ্ঘন করে।
পরে এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।