মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই জঙ্গিকে গ্রেপ্তারে ঢাকায় রেড অ্যালার্ট, ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা
রোববার ঢাকার একটি আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
এদিকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে দেশের অধস্তন আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
রবিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সারা দেশের অধস্তন আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা পাঠানো হয়েছে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ জানান, আদালতের গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখে ডিফেন্স স্প্রে ছিটিয়ে দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে অপর জঙ্গিরা।
তিনি আরও বলেন, ঘটনার পরপরি পুলিশ রাজধানীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে।
'আমাদের ডিবির প্রত্যেকটা টিম কাজ করছে। আশা করছি তাদের দ্রুত গ্রেপ্তার করতে পারব,' বলেন তিনি।
জঙ্গিরা পালানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে বলে জানান ডিবিপ্রধান। এবার তারা নতুন কৌশল নিয়েছে।
পালিয়ে যাওয়া আসামিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম (২৪) এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব (৩৪)।
পুলিশের তথ্যমতে, রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে আসা চার জঙ্গি তাদের ছিনিয়ে নেয়। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজতখানায় নেওয়ার সময় চার আসামির মধ্যে দুজনকে ছিনিয়ে নেওয়া হয়।
পলাতক দুই আসামি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাদের গ্রেপ্তারের জন্য পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ।