বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৪ ডিসেম্বর) বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা মানবাধিকার লঙ্ঘন করেছে।
'হত্যাকারীদের ফেরত আনার সরকারের বারংবার চেষ্টা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও কানাডা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ঘাতকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে,' শেখ হাসিনা বলেন।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ইউএনবি'র প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পরিবর্তে মানবাধিকার রক্ষা করে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।
তিনি বলেন, 'আওয়ামী লীগ এদেশে মানবাধিকার লঙ্ঘন করে না, বরং সুরক্ষা দেয়। আওয়ামী লীগ জনগণের অধিকার নিশ্চিত করে।'
হত্যা ও জোরপূর্বক গুমের বিষয়ে কথা বলার জন্য বিরোধী বিএনপি নেতাদের নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানই (বিএনপির প্রতিষ্ঠাতা) দেশে জোরপূর্বক গুমের সংস্কৃতি শুরু করেছিলেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর অনেক অফিসার ও সৈন্যকে হত্যার জন্য দায়ী। একইসঙ্গে আওয়ামী লীগের অনেক নেতাকে হত্যার পেছনেও তিনি ছিলেন এবং তাদের গুম করেছেন বলেও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, 'নিহতদের পরিবার ও স্বজনরা কখনো লাশ দেখতে পায়নি। বিএনপি কিভাবে গুম ও হত্যার কথা বলে?'