ফারদিন হত্যা মামলায় জামিন পেলেন বান্ধবী বুশরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৩) হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আমাতুল্লাহ বুশরার জামিন দিয়েছেন আদালত।
রোববার (৮ জানুয়ারি) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে পুনরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে আদালতে বুশরার পক্ষের আইনজীবী মোখলেসুর রহমান বাদল বলেন, রায় ঘোষণার সময় ফারদিনের বাবাও আদালতে উপস্থিত ছিলেন।
গত ৫ জানুয়ারি বুশরার জামিন আদেশের জন্য আজকের (৮ জানুয়ারি) দিন ধার্য করেছিলেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তদন্ত শেষে ফারদিনের মৃত্যুতে বুশরার কোনো সম্পৃক্ততা পায়নি।
গেল বছরের ১৪ ডিসেম্বর, ডিবি এবং র্যাব উভয়ই তদন্তের ভিত্তিতে জানায়, ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন। যদিও এর আগে তারা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে জানিয়েছিলেন।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকার বাসিন্দা।
নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দিনই ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় ছেলে হত্যার মামলা করেন।
হত্যা মামলায় ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে পুলিশের হেফাজতে রিমান্ডে নেওয়া হয়েছিল; পরে তাকে কারাগারে পাঠানো হয়।