দ্বিতীয় দিনে লাখো মুসল্লির ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান
লাখো মুসল্লির 'আল্লাহু আকবার' ধ্বনি, জিকির ও তাবলীগের দেশি-বিদেশি মুরুব্বিদের বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।
শনিবার (১৪ জানুয়ারি) ফজরের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক। পরে সকালে আলেমদের উদ্দেশ্যে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এছাড়া, আলাদাভাবে খিত্তা ও নিবাসের ভেতরে বোবা-বধিরদের জন্য বয়ান করেন ভারতের মাওলানা সানোয়ার এবং বিদেশি জামাতের উদ্দেশ্যে ইংরেজিতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা ইফতার জামান।
ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
লা-ইলাহা ইল্লাল্লাহু- ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীর পরিবেশ।
ইউএনবি'র গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, শীতার্ত আবহাওয়া সত্ত্বেও ইজতেমা অভিমুখে এখনও মুসল্লীদের আগমন অব্যাহত রয়েছে। বাস-ট্র্রাক, নৌকা ও অন্যান্য যানবাহন ছাড়াও অনেকেই পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছেছেন। অগণিত মুসল্লির ভিড়ে বৃদ্ধ যেমন রয়েছেন, তেমনি তরুণ ও কিশোরের সংখ্যাও কম নয়। কনকনে ঠাণ্ডা বাতাস, তীব্র শীত, ধুলাবালি সবকিছুই যেন তাদের কাছে সহনীয় হয়ে উঠেছে। এতটুকু বিরক্তি নেই কারও মধ্যে। যদিও অনেক মুসল্লির শেষ মুহূর্তে ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে সড়কের পাশে বা নদীর পাড়ে ঠাঁই নিয়েছেন।
আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা হাফেজ জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা শেষ হবে। চারদিন বিরতি দিয়ে ভারতের মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী ২০ জানুয়ারি।
বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (১৩ জানুয়ারি) বাংলাদেশের মাওলানা জিয়াউল হক বাদ ফজর আম বয়ান করেন। তার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ জুমা ইজতেমায় বয়ান করেন মাওলানা ইসমাইল, বাদ আছর মাওলানা হাফেজ জুবায়ের এবং বাদ মাগরিব মাওলানা আহামদ ও ওমর ফারুক বয়ান করেন।