একনেক বৈঠকে সরকারি তহবিল যথাযথ ব্যবহারের মাধ্যমে ব্যয় কমানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর
সরকারি তহবিলের সুষ্ঠু ও যথাযথ ব্যবহারের মাধ্যমে ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন- কাজ দ্রুত করেন। খরচ কম করেন। তবে খরচ বন্ধ করা যাবে না। একান্ত প্রয়োজনীয় ব্যয় করতেই হবে'। তিনি সরকারি তহবিল সুষ্ঠু ও যথাযথ ব্যবহারের নির্দেশও দিয়েছেন।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, 'প্রধানমন্ত্রী আমাদের (খাদ্য) উৎপাদন বাড়াতে এবং প্রতি ইঞ্চি ভূমির ব্যবহারের নির্দেশ দিয়েছেন'।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি আজকের বৈঠকে প্রায় ১০ হাজার ৬৪০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন করেছে।