রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি
দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এইদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকায় কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইসি জানায়, আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১২ ফেব্রুয়ারি সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং সেগুলো যাচাই-বাছাই করা হবে পরদিন, অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি। এরপর ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময় নির্ধারণ করেছে কমিশন।
এর আগে মঙ্গলবার নিয়ম অনুযায়ী, নির্বাচনের বিষয়ে আলোচনা করতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
সংবিধানের ১২৩ (১) নং অনুচ্ছেদে বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে, মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মো. আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল তার মেয়াদ শেষ হবে। ফলে ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজনীয় প্রক্রিয়া; আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি।