রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ২ জাহাজ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে মালামাল বহন করে আনা দুই জাহাজ খুলনার মোংলা বন্দরে এসে পৌঁছেছে।
এমভি আনকা সান ও এমভি সাপোডিলা নামক ওই দুই জাহাজ বন্দরের যথাক্রমে সাত ও আট নাম্বার জেটিতে রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নোঙর করেছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হার্বার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ।
রোববার রাত থেকেই জাহাজগুলো থেকে পণ্য খালাস শুরু হয়েছে বলেও জানান তিনি।
লাইবেরিয়ান পতাকাবাহী এমভি সাপোডিলা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে গত বছরের ডিসেম্বরে যাত্রা শুরু করে। অন্যদিকে এমভি আনকা সান জাহাজটি মোংলার উদ্দেশ্যে রাশিয়ার নভোরসিস্ক সমুদ্র বন্দর ছাড়ে গত ২৬ ডিসেম্বর।
জাহাজ থেকে খালাসের পর পণ্যগুলো সড়ক ও নৌপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে বলে জানিয়েছেন এমভি আনকা সান'র স্থানীয় শিপিং এজেন্ট সাধন কুমার চক্রবর্তী।
গত ২২ জানুয়ারি পানামার পতাকাবাহী লিবার্টি হার্ভেস্ট ও রাশিয়ার পতাতাবাহী এমভি কামিলিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে মোংলা বন্দরে নোঙর করে।
এর আগে, মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ান জাহাজ স্পার্টা থ্রি'র (উরসা মেজর) মোংলা বন্দরে নোঙর করে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য পণ্য খালাস করার কথা ছিল।
কিন্তু ঢাকার মার্কিন দূতাবাস থেকে চিঠি পাওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষ জাহাজটিকে ভিড়ানোর অনুমতি দেয়নি। দূতাবাসের চিঠিতে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার অধীনে থাকা রাশিয়ান জাহাজের তালিকায় ওই জাহাজটির নাম রয়েছে।
২২ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, নিষেধাজ্ঞার কবলে থাকা কোনো রুশ জাহাজ বাংলাদেশ গ্রহণ করবে না।
ইউক্রেন যুদ্ধের জেরে বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা মোট রাশিয়ান জাহাজের সংখ্যা ৬৯টি।