প্রতারণার মামলায় প্রাইম ডিস্ট্রিবিউশনের এমডি মামুন গ্রেপ্তার
বাংলাদেশ ফাইন্যান্সের দায়ের করা প্রতারণা মামলায় চট্টগ্রামের প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাশেদুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ।
শনিবার সন্ধ্যায় নগরীর জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান।
ওসি জানান, বাংলাদেশ ফাইন্যান্সের দায়ের করা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাশেদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়, আজ (৫ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রাশেদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মন বাংলাদেশ ফাইন্যান্স থেকে ৫ কোটি টাকা হোম লোন সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ২৭৬৮ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে ঋণের টাকা পরিশোধ না করেই প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দায়বদ্ধ ফ্ল্যাটটি গোপনে অন্যত্র হস্তান্তর করার চুক্তি করে।
পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সের নজরে আসলে প্রতিষ্ঠানটি ঢাকা মেট্রোপলিটন ম্যাজস্ট্রেট আদালতে রাশেদুল আলম মামুন ও তার ভাই মইনুল আলম সায়মনের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করলে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পুলিশ জানিয়েছে, আসামি রাশেদুল আলম মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপী ও প্রতারণার অভিযোগে শতাধিক মামলা চলমান রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্স ছাড়াও প্রাইম এএমআর এক্সচেঞ্জ ও প্রাইম কমিউনিকেশন নামে আর্থিক প্রতিষ্ঠান থেকে আরো একাধিক ঋণ সুবিধা গ্রহণ করেছেন।
এছাড়াও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার ও জঙ্গি সংগঠনের অর্থায়নের অভিযোগ রয়েছে আসামি রাশেদুল আলম মামুনের বিরুদ্ধে, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।