ব্রাহ্মণবাড়িয়ায় ফের সব আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
দাবি পূরণ না হওয়ায় ফের ব্রাহ্মণবাড়িয়ার সবকটি আদালত বর্জন কর্মসূচি দিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ সভা করে জেলা আইনজীবী সমিতি এ কর্মসূচি ঘোষণা করে।
এর ফলে আগামীকাল বুধবার থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল মম্যাজিস্ট্রেট আদালতের কোন এজলাসেই বিচার কাজে অংশ নেবেন না আইনজীবীরা।
জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুক এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে গত জানুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছেন আইনজীবীরা।
সর্বশেষ কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার পর্যন্ত আইনজীবীরা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন।
জানা গেছে, জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুক এবং নাজির মোমিনুল ইসলামের অপসারণ দাবিতে গত ৫ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সব আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। এক পর্যায়ে সবকটি আদালতের বদলে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেয় আইনজীবী সমিতি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানবীর ভূঁইয়া জানান, ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুইটি আদালত বর্জনের কর্মসূচি বাড়ানো হয়েছিল। তবে আইনজীবীদের দাবি পূরণ না হওয়ায় আবারও নতুন করে সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে।