পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে প্রথমবারের মতো ভিড়েছে ২০০ মিটার দীর্ঘ জাহাজ
চট্টগ্রাম বন্দরের নতুন নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে (পিসিটি) প্রথমবারের মতো ভিড়েছে ২০০ মিটার দীর্ঘ জাহাজ এম. ভি. মেঘনা ভিক্টোরি। শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে পিসিটিতে নিয়ে আসা হয় জাহাজটি।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এম. ভি. মেঘনা ভিক্টোরিসহ মেঘনা গ্রুপের বহরে যুক্ত হওয়া নতুন চারটি জাহাজের উদ্বোধনের কথা রয়েছে।
মেঘনা গ্রুপ জানায়, ১৩.২ মিটার ড্রাফ্ট ও ২০০ মিটার দৈর্ঘ্যের এম. ভি. মেঘনা বহির্নোঙ্গরে পণ্য খালাসের পর জাহাজটির ড্রাফট কমিয়ে এনে পিসিটিতে আনা হয়েছে। তবে পিসিটিতে পণ্য খালাস করবে না জাহাজটি।
মেঘনা গ্রুপের সহযোগী সংস্থা মার্কেন্টাইল শিপিং-এর প্রধান প্রকৌশলী মো. আবু তাহের বলেন, এম. ভি. মেঘনা ভিক্টোরি কানাডার ভ্যাঙ্কুয়েভার বন্দর থেকে ৬২,৫০০ মেট্রিক টন গম নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে কুতুবদিয়া এলাকায় পৌঁছায়। জাহাজটিতে এখনো ৯ হাজার মেট্রিক টন গম রয়েছে। উদ্বোধনের পর সেগুলো বহির্নোঙ্গরে খালাস করা হবে।
পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে (পিসিটি) আনুষ্ঠানিকভাবে নতুন চারটি জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হক এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান।
এর আগে চট্টগ্রাম বন্দরে ৯.৫ মিটার ড্রাফট ও ১৯০ মিটার দৈর্ঘ্যের জাহাজগুলো ভিড়ানো হতো। কিন্তু জানুয়ারিতে প্রথমবারের মতো ১০ মিটার ড্রাফট ও ২০০ মিটার দৈর্ঘ্যের কোনো জাহাজ চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের একটি জেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়ানো হয়।
চারটি নতুন জাহাজের মধ্যে মেঘনা প্রেস্টিজ ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে কয়লা নিয়ে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। অন্যদিকে, মেঘনা হোপ আগামী ১৫ মার্চ সমুদ্রে যাত্রা শুরু করবে এবং মেঘনা চলাচল করবে আগামী মে মাস থেকে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, নবনির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বর্তমানে শুধু সরকার আমদানিকৃত চাল খালাস করা হচ্ছে। সেই সাথে, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য এখনো কোনো অপারেটর নিয়োগ না দেওয়ায় চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায়ই জাহাজে পণ্য লোড-আনলোড করা হচ্ছে।