সিলেটে বিএনপি ও আ. লীগের পাল্টাপাল্টি কর্মসূচি পালন
১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ মার্চ) বিকেলে সিলেটের বিভিন্ন থানায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। প্রায় একই সময়ে ভিন্ন স্থানে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। তবে দুই দলের এ পাল্টাপাল্টি কর্মসূচিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিন বিকেলে নগরের খাসদবির, সুরমা পয়েন্ট, ও মদিনা মার্কেট থেকে পদযাত্রা শুরু করে বিএনপি।
পদযাত্রা শুরুর আগে খাসদবিরে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মদিনায় মদিনা বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ. জেড. জাহিদ হোসেন ও সুরমা পয়েন্টে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্যদিকে নগরের নয়টি এলাকায় শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। রিকাবী বাজার, আম্বরখানা, মদিনা মার্কেট, ওসমানী মেডিকেল, লালদিঘীরপাড়, কুমার পাড়া, শিবগঞ্জ, নির্বাচন অফিস, ও কদমতলী মোড়ে শান্তি সমাবেশ করেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা।
পদযাত্রার শুরুতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এ অবৈধ সরকার দেশকে লুটেপুটে খাচ্ছে। তাদের লুটপাটে সাধারণ মানুষের আজ নাভিশ্বাস উঠেছে। মানুষজন এ সরকারের কবল থেকে মুক্তি চায়।
তিনি বলেন, জনগণ বিএনপির ডাকে আজ রাস্তায় নেমে এসেছে। অথচ আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বিএনপি-জামাত চক্র দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তারা সন্ত্রাসের মাধ্যমে দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে। তাই আমাদের রাজপথে থেকে তাদের মোকাবিলা করতে হবে।