১১ মার্চ দেশব্যাপী মানববন্ধন করবে বিএনপি
১০ দফা দাবি আদায় এবং নিত্যপণ্যসহ গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১১ মার্চ দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল- বিএনপি।
শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরার এক সমাবেশে কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।
ফখরুল বলেন, 'আওয়ামী লীগকে বিতর্কিত সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠানের নামে কোনো তামাশা করতে দেওয়া হবে না। সরকারের মন্ত্রীরা বলছেন, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন হবে। কোন সংবিধান? যে সংবিধান আওয়ামী লীগ ছিন্নভিন্ন করেছে? মানুষ এখন নির্বাচনে ভোট দিতে যায় না। আবারো নির্বাচনের নামে প্রহসনের চেষ্টা চলছে'।
শেখ হাসিনার অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এমন অভিযোগ পুনর্ব্যক্ত করে তিনি বলেন, 'এটা নির্বাচনের নামে প্রহসন, আওয়ামী লীগের এই তামাশা মেনে নেওয়া হবে না। এজন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি'।
চলমান আন্দোলনকে বেগবান করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানান ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, 'আমি ১৫ বছর ধরে এই আন্দোলন করছি। আমরা আন্দোলন চালিয়ে যাব, বাধা এলে তা অতিক্রম করব'।