৭ মার্চ নয়াপল্টনে সমাবেশের ডাক বিএনপির
১০ দফা দাবি আদায়ে আগামী ৭ মার্চ ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় এ জনসভা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
শনিবার (৪ মার্চ) সমাবেশের অনুমতি ও সার্বিক সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছে দলটি।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও সমাবেশের ব্যাপারে ইতিবাচক কিছু জানায়নি বলে জানান গেছে।
এদিকে, ঐতিহাসিক ৭ মার্চকে যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রস্তুত রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসভায় তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতাকামী বাঙালিদের প্রেরণা যুগিয়েছিলেন। বঙ্গবন্ধুর এই ভাষণ তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা হিসেবে বিবেচিত।