বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে
কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প লাগা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভানো যায়নি। লেলিহান শিখায় এরমধ্যেই পুড়ে গেছে কয়েক শতাধিক ঝুপড়ি ঘর।
আজ রোববার (৫ মার্চ) বেলা ৩টার দিকে ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকে আগুনের সূত্রপাত হয়। ক্যাম্পের ঘরগুলো কাছাকাছি হওয়ায় এরপর দ্রুতই তা ৯, ১০ ও ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে বলে জানান ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী সুপারিনটেনডেন্ট ফারুক আহমেদ।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, উখিয়া ও টেকনাফ ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পর বিকেল ৫.১৭ এর দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনেছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এপর্যন্ত হাজারের কাছাকাছি ঘর পুড়ে গেছে। রোহিঙ্গা ক্যাম্পের ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন বিপজ্জনক অবস্থায় আছে। আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানান যায়নি।
এর আগে ২০২১ সালের ২২ মার্চ বালুখালী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, এতে ১১ জন মারা যান, আহত হন অন্তত ৫০০ জন।