অবকাঠামো বাড়াতে ২৮০ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ আইটি কনসালট্যান্টসের
তথ্যপ্রযুক্তি পরিষেবা সম্প্রসারণে একটি বহুতল ভবন, আইটি অবকাঠামো এবং একাধিক অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণের জন্য ২৮০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি আইটি কনসালট্যান্টস লিমিটেড।
এসব অবকাঠামো তৈরির জন্য একটি আইটিসি টাওয়ার নির্মাণে তেজগাঁও শিল্প এলাকায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
জানা গেছে, সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বিনিয়োগের এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী ২৬ এপ্রিল একটি সাধারণ সভা (ইজিএম) ডেকেছে আইটি কনসালট্যান্টস লিমিটেড।
কর্মকর্তারা জানান, শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর কোম্পানি একটি ১৩ তলা বিশিষ্ট আইটিসি টাওয়ার এবং দুটি বেসমেন্ট স্থাপনা নির্মাণের অনুমোদন চেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে আবেদন করবে।
আইটি কনসালট্যান্টস লিমিটেড হলো বাংলাদেশের প্রথম বেসরকারি থার্ড পার্টি পেমেন্ট প্রসেসিং কোম্পানি এবং দেশের বৃহত্তম পেমেন্ট প্ল্যাটফর্ম কিউ-ক্যাশ-এর মালিক।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং খুচরা ব্যবসায়ীদের লেনদেন প্রক্রিয়াকরণে উন্নত প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে এই কোম্পানি। এটি দেশের বৃহত্তম এটিএম নেটওয়ার্কগুলোর মধ্যে একটি পরিচালনার দায়িত্বে রয়েছে।
বর্তমানে ৩৭টি সদস্য ব্যাংক কিউ-ক্যাশ নেটওয়ার্কের বিভিন্ন পেমেন্ট পরিষেবা ব্যবহার করছে।
তহবিলের উৎস
সূত্র জানায়, কোম্পানি তার নতুন বিনিয়োগ পরিকল্পনা ব্যয়ের প্রায় ৩০ শতাংশ নিজেই বহন করবে এবং বাকি অর্থায়ন হবে ব্যাংক থেকে মেয়াদী ঋণ নেওয়ার মাধ্যমে।
জমি কেনার জন্য নিজস্ব তহবিল থেকে ৭৬ কোটি টাকা ব্যয় করবে কোম্পানি এবং ব্যাংক দেবে বাকি ২০৪ কোটি টাকা।
আইটি কনসালট্যান্টসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে প্রথম ধাপে কোম্পানি ৫০ কোটি টাকা, দ্বিতীয় ধাপে ৫৭ কোটি টাকা এবং তৃতীয় ধাপে ৯৭ কোটি টাকা নেবে।
যে কারণে সম্প্রসারণের পরিকল্পনা
আইটি কনসালট্যান্টসের নতুন ভবনটি কোম্পানির পাশাপাশি ডেটা সেন্টারের সক্ষমতাও বাড়াবে।
কোম্পানি সেক্রেটারি অনিন্দ্য সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বর্তমানে আমরা ৩৭টি ব্যাংককে সেবা দিচ্ছি, এক্ষেত্রে তাই ব্যাংকের ডেটা সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কোম্পানির নিজস্ব ডেটা সেন্টারকে আরও সমৃদ্ধ করা হবে।"
তিনি বলেন, "ব্যবসা সম্প্রসারণ হওয়ায় ডেটা সেন্টারের সম্প্রসারণও করতে হচ্ছে। নতুন ভবনে কোম্পানির নিজস্ব কিছু পরিকল্পনাও রয়েছে। নতুন ভবনটি হবে বাণিজ্যিক, যা কোম্পানি ও শেয়ারহোল্ডারদের বেটারমেন্টের জন্যই করা হচ্ছে।"
তিনি আরও জানান, "বাংলাদেশে বেসরকারি খাতে ডেটা সেন্টারের সংখ্যা খুব কম। আমাদের কোম্পানির একটি ডেটা সেন্টার রয়েছে, যা আরও সম্প্রসারণ করতে হচ্ছে।"
আইটি কনসালট্যান্টস লিমিটেডের প্রধান শেয়ারহোল্ডার হলো সিঙ্গাপুর-ভিত্তিক হোল্ডিং কোম্পানি সিস ক্যাপিটাল (বাংলাদেশ)। কোম্পানিতে ৩২.৭৭ শতাংশ শেয়ার রয়েছে সিঙ্গাপুরের এই কোম্পানির।
আইটি কনসালট্যান্টসের যাত্রা ২০০০ সালে শুরু হলেও সিস ক্যাপিটাল এতে যোগ দেয় ২০১১ সালে। এছাড়া, এ কোম্পানিতে হংকং-ভিত্তিক রিজেন্ট প্যাসিফিক লিমিটেডেরও ৮.৪৫ শতাংশ শেয়ার রয়েছে।
২০১৬ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় আইটি কনসালট্যান্টস।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল বৃহস্পতিবার (৯ মার্চ) ট্রেডিং সেশন শেষে এর প্রতি শেয়ারের দাম দাঁড়ায় ৩৬.৪০ টাকা।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের মধ্যে কোম্পানির রাজস্ব ৯ শতাংশ বেড়ে ৫২.০৭ কোটি টাকা এবং নিট মুনাফা ২৯.৬৩ শতাংশ বেড়ে ১৪.০৪ কোটি টাকা হয়েছে।
এর আগে, ২০২২ অর্থবছরে যদিও কোম্পানির রাজস্ব ২৪ শতাংশ হ্রাস পেয়ে ১০১.৪৬ কোটি টাকায় ঠেকেছিল, তবে একই সময়ে নিট মুনাফা ২১.৩ শতাংশ বেড়ে ২৪.০২ কোটি টাকা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে কোম্পানি।