অসংক্রামক রোগ মোকাবেলায় গুরুত্ব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
নন-কম্যুনিকেবল ডিজিজ (এনসিডি) তথা অসংক্রামক রোগ প্রতিরোধে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহামারির পর সাম্প্রতিক সময়ে মানুষের মৃত্যু ও অসুস্থতার প্রধান কারণ হয়ে উঠছে এ ধরনের রোগগুলোই।
হেলথ বুলেটিন ২০২০ এর উদ্ধৃতি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, সে বছর দেশে অসংক্রামক রোগে ভুগে ৫ লাখ ৭২ হাজার ৬০০ জন মৃত্যুবরণ করে, যা মোট মৃতের ৬৭%।
রোববার (১২ মার্চ) বিকেলে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হেলথ-বুলেটিন ২০২০ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "হেলথ বুলেটিন মানে রেকর্ড। এখান থেকে আমরা আমাদের ঘাটতিগুলো বুঝতে পারবো। আগামী দিনগুলোতে কোন কোন রোগের ওপর আমরা বেশি জোর দিব সেটি বোঝা সহজ হবে। এখন অসংক্রামক রোগ বাড়ছে, তাই বর্তমানে লক্ষ্য হওয়া উচিত ক্যান্সার, ডায়বেটিসের মত জটিল রোগগুলোর ওপর গুরুত্ব দেওয়া।"
মন্ত্রী বলেন, "দেশের চিকিৎসা খাতকে বিকেন্দ্রীকরণ করে আটটি বিভাগীয় শহরে হাসপাতাল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা হাসপাতালের সক্ষমতা বাড়ানো হচ্ছে। বিভাগীয় শহরে বার্ন ইউনিট জরুরি হয়ে পড়েছে। দেশে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা যাচ্ছে। আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে। স্বাস্থ্যখাতে আগামীতে জনবলের ঘাটতি আর থাকবে না।"
"আমাদের অবকাঠামোর উন্নয়ন হয়েছে, ভালো ডাক্তার, নার্স আছে শুধু আত্মবিশ্বাসের অভাব কিছুটা। আমরা যদি পরিচ্ছন্ন পরিবেশে রোগীকে মানসম্মসত সেবা দেই, সময় দেই তাহলে রোগীরা চিকিৎসা নিতে বিদেশে যাবে না", যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।