ভুটানের সাথে খসড়া ট্রানজিট চুক্তিকে অনুমোদন দিল মন্ত্রিসভা
স্থলবেষ্টিত প্রতিবেশী রাষ্ট্র ভুটানকে আমদানি-রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের সড়ক ও বন্দর ব্যবহারের একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, 'ভুটান একটি ল্যান্ড লকড কান্ট্রি। আমদানি-রপ্তানিতে তাদের নিজস্ব কোনো নদী বা সমুদ্র বন্দর নেই। সেইক্ষেত্রে তারা ভারতের কাছ থেকেও একই ধরনের সুবিধা নিয়ে থাকে। এখন বাংলাদেশের বন্দর ও সড়ক ব্যবহারের সুযোগও তারা পাবে।
তিনি বলেন, "এই চুক্তি অনুমোদনের পর এখন বিষয়টি এনবিআরের কাছে যাবে। এর জন্য তারা কী পরিমাণে বা হারে রাজস্ব দেবে- সেটা এনবিআর ঠিক করবে। সবকিছু শেষে চূড়ান্ত একটি চুক্তি হবে।"
বর্তমানে বাংলাদেশের প্রতিবেশী ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি আছে। ভারত যার আওতায়- বাংলাদেশের কয়েকটি বন্দর ও সড়ক ব্যবহার করতে পারছে।