ফেনীতে ৪৪০ কেজি ভেজাল মসলা জব্দ, ১২০ কেজি রংসহ আটক ৪
রাসায়নিক রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মসলা বাজারজাত করার অপরাধে ফেনীতে বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ চারজনকে আটক করেছে র্যাব-৭।
মঙ্গলবার (২১ মার্চ) রাতে ফেনী মডেল থানা এলাকায় অভিযানটি পরিচালিত হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি জানান, আসন্ন রমজান উপলক্ষে এই বিপুল ভেজাল মসলা মজুদ করা হয়েছিল।
আটককৃতরা হলেন- টুটুল সাহা (৫৫), জোসনা আক্তার (৪৮), রহিমা বেগম (৪০) ও বিউটি খাতুন (৩৮)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানাধীন মেসার্স তন্ময় ট্রেডার্স এবং জহির উদ্দিন ভূঁইয়ার মশলার মিলে অভিযান চালিয়ে ৪৪০ কেজি ভেজাল মসলা জব্দ করা হয়।"
"৮টি প্লাস্টিকের বস্তায় মোট ৪৪০ কেজি ভেজাল রং মিশ্রিত হলুদ-মরিচের গুড়া ও ৭ টি প্লাস্টিকের বস্তায় ১২০ কেজি রং মজুদ করা হয়েছিল। আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে হলুদ, মরিচের গুঁড়ার সাথে রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি করে আসছিল। এসব ভেজাল মসলা ফেনীর পাশাপাশি নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রি করা হতো," যোগ করেন তিনি।