দেশের আকাশে চাঁদ আর তারার বিরল যুগলবন্দী!
শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। গতকাল খালি চোখে দেখা না গেলেও শুক্রবার খালি চোখে চাঁদ দেখা যাচ্ছে।
তবে শুক্রবারের চাঁদের নিচে দেখা যাচ্ছে একটি তারা। অনেকে একে তারা বলছেন, অনেকে বলছেন শুক্র গ্রহ।
চিকন, বাঁকা, ছড়ানো চাঁদের নিচেই পেন্ডুলামের মতো ঝুলছে এই তারা। এমন দৃশ্য দেশের আকাশে বিরল।
চাঁদের নিচে তারার এরকম ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ চাঁদ-তারা যুগলবন্দী নিয়ে ফেসবুকে ছবিসহ পোস্ট দিচ্ছেন অনেকে।
তুহিন ওয়াদুদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী তার পোস্টে লিখেছেন: 'প্রিয়ার গলায় ঝুলে থাক চন্দ্রহার, ঝুলে থাক নক্ষত্র-লকেট।…'
সাংবাদিক মো. মিজানুর রহমান চাঁদ-তারার এ যুগলবন্দীর বেশ কিছু ছবি আপলোড করে লিখেছেন: 'আজ প্রথম রমজানে চাঁদ আর শুক্র গ্রহের এমন অবস্থান। এটি দেখতে অনেকটা আরবি হরফ "বা"-এর মতো। এমন ঘটনা সত্যি বিরল এবং অসাধারণ একটি দৃশ্য।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. শিমুল সরদার লেখেন, 'আজ চাঁদ ও শুক্র গ্রহ একইসাথে (আকাশে চাঁদ ও ভেনাস একত্রে হয়ে গেছে) তাই চাঁদের মাঝ বরাবর নিচে তারাটি দেখা যাচ্ছে।'