প্রথম আলোর সাভার প্রতিনিধিকে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
জাতীয় দৈনিক প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে আজ ভোরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচয়ে তার নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদপত্রটি।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ এবং ঢাকা বিভাগের দায়িত্বে থাকা সিআইডি কর্মকর্তারা বলেছেন তারা এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকা থেকে শামসুজ্জামানকে সিআইডি দাবি করে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোর ৪টার দিকে ৩টি গাড়িতে করে ১৪-১৫ জন শামসুজ্জামানের বাড়ির সামনে যান। তাদের মধ্য থেকে সাত-আটজন তার বাড়িতে ঢোকেন।
প্রথম আলো উল্লেখ করেছে, তাদের মধ্যে একজন শামসুজ্জামানের বসার ঘর তল্লাশি করে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, শামসুজ্জামান যে বাড়িতে থাকতেন তার মালিককে ডাকেন সিআইডি কর্মকর্তারা। তারা তাকে জানান, শামসুজ্জামানের লেখা একটি প্রতিবেদন নিয়ে রাষ্ট্রের আপত্তি রয়েছে, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন প্রথম আলোকে বলেন, "আমি আগে বিষয়টি জানতাম না। রাত দেড়টার সময় পুলিশের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। শামসুজ্জামানের ভাবি আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সেই পরিচয় দিয়ে তারা আমাকে শামসুজ্জামানের বাসায় নিয়ে যান।"
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান সকালে প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে এখনো কিছু জানেন না। তারা কাউকে গ্রেপ্তার করেননি বলে সংবাদপত্রটিকে জানান তিনি।