প্রথম আলোর সাংবাদিককে তুলে নেওয়ার ঘটনায় এডিটরস গিল্ডের উদ্বেগ
প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এডিটরস গিল্ড অভ বাংলাদেশ।
বুধবার (২৯ মার্চ) জারি করা এক বিবৃতিতে এডিটরস গিল্ড স্পষ্ট করে বলে, সাংবাদিকদের কোনোভাবেই গ্রেপ্তার, হয়রানি বা নির্যাতন করা যাবে না।
গণমাধ্যমের জন্য মুক্ত ও স্বাধীন কাজের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে এডিটরস গিল্ড বলে, প্রথম আলো যদি সাংবাদিকতার নীতিবিরুদ্ধ কোনো প্রতিবেদন প্রকাশ করে, তাহলে সংক্ষুব্ধ পক্ষ বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাধ্যমে সাহায্য চাইতে পারে।
বিষয়টি প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তির আহ্বান জানিয়েছে গিল্ড।
বুধবার (২৯ মার্চ) সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকা থেকে সিআইডি পরিচয় দিয়ে সাদা পোশাকের লোকজন প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে তুলে নিয়ে যায়।
বুধবার তার বিরুদ্ধে গোলাম কিবরিয়া নামে এক যুবলীগ নেতা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
বেলা সোয়া ২টার দিকে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন ঢাকা উত্তর মহানগর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া।