স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা এডিটরস গিল্ডের
স্বাধীনতা দিবসে প্রকাশিত দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনটির প্রতি নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছে এডিটরস গিল্ড বাংলাদেশ। প্রতিবেদনটিকে মহান স্বাধীনতাকে হেয় করার শামিল বলে মন্তব্য করেছে এডিটরস গিল্ড।
প্লাটফর্মটির বিবৃতিতে বলা হয়, '২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার সামিল।'
সংবাদটি প্রকাশের নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে, 'এটি সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিক চেষ্টার অংশ। সাজানো বানোয়াট সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা।'
তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের ব্যাপারে কেউ সংক্ষুব্ধ হলে মামলা দায়েরের আগে প্রেস কাউন্সিলের মতামত নেওয়ার সুপারিশ করে প্ল্যাটফর্মটি।