রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ
রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কমপক্ষে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় মহানগরীর সাগরপাড়া মোড়ে পুলিশ লাঠিচার্জ করে এবং ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়।
বিএনপির যুগ্মসচিব হারুন অর রশিদ জানান, 'পুলিশ অন্যায়ভাবে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে। সাগরপাড়ায় কর্মসূচি পালনকালে আমাদের কর্মীদের ওপর লাঠিচার্জ করে ব্যানার কেড়ে নেয়। সেখান থেকে মিছিল নিয়ে ভুবন মোহন পার্কের দিকে গেলে রাণীবাজারে আরেক দফা লাঠিচার্জ করে। আমরা এর ধিক্কার ও প্রতিবাদ জানাই'।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু দাবি করেন, তাদের শতাধিক কর্মীকে গ্রেফতার এবং ৩০ থেকে ৪০ জনকে লাঠিচার্জ করে পুলিশ আহত করেছে।
এদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেছেন, বিএনপিকে শুধুমাত্র ভুবনমোহন পার্কে কর্মসূচির অনুমতি দেওয়া ছিল। কিন্তু, তারা সাগরপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে জনদুর্ভোগ তৈরির চেষ্টা করছিল। জনবিশৃংখলা সৃষ্টির অভিযোগে, রাস্তা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়। তবে কেউ আহত হয়নি। বরং পুলিশের ওপর তারাই হামলা করেছে।