ঢাকায় বিএনপির অবস্থান কর্মসূচি
বর্তমান সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার (১ এপ্রিল) দেশের সব মহানগর ও জেলা সদরে এদিন অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকাতেও দলের অবস্থান কর্মসূচি শুরু করে।
গ্যাস, বিদ্যুতসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সর্বব্যাপী দুর্নীতির অভিযোগ এনেও বিএনপি এই কর্মসূচি পালন করছে।
এদিন সকাল থেকেই অবস্থান কর্মসূচির জন্য নির্ধারিত স্থান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর ইউনিট যৌথভাবে অবস্থান কর্মসূচির আয়োজন করেছে। বেলা ২টার দিকে কোরান তেলাওয়াত ও দলীয় মাধ্যমে যা শুরু হয়ে বিকেল ৪টার মধ্যে শেষ হওয়ার কথা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা সমাবেশস্থলে পৌঁছেছেন।
বিএনপি ছাড়াও জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, পিপলস পার্টি, পেশাজীবী গণতান্ত্রিক জোট, ১২ দলীয় জোট, লেবার পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য এবং এলডিপি রাজধানীর বিভিন্ন স্থানে পৃথকভাবে এ কর্মসূচি পালন করছে।