আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, দুই বাসে আগুন
সাভারের আশুলিয়ায় দুই বাসের রেষারেষিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জিরাবো এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) কে বলেন, "আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি, তবে এখনও তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীর মৃত্যুতে বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবির হোসেন টিবিএসকে বলেন, "সকালে আব্দুল্লাহপুরগামী আলীনুর পরিবহনের একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা আলীনুর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।"