হাইকোর্টে আগাম জামিন আবেদন প্রথম আলো সম্পাদকের
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
রোববার (২ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আগাম জামিন আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেন প্রথম আলো সম্পাদকের পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
হাইকোর্টের একটি বেঞ্চে আজই তার জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।
গত ২৯ মার্চ রাতে আইনজীবী আবদুল মালেক ওরফে মশিউর মালেক বাদী হয়ে রমনা থানায় মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২), ৩১ ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়।
মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়েছে।
বাদী প্রথম আলো সম্পাদক ও অন্যান্যদের বিরুদ্ধে প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন।
আবদুল মালেক এজাহারে বলেন, প্রথম আলো তাদের অনলাইন ভার্সনে অসৎ উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একটি মিথ্যা ও রাষ্ট্রবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে।
এতে আরও বলা হয়, প্রথম আলোর প্রতিবেদক এবং সম্পাদক দেশের মহান স্বাধীনতা সম্পর্কে জনমনে বীতশ্রদ্ধা সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাসহ আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের ভাবমূর্তি বিনষ্ট করার হীন উদ্দেশ্যে অনলাইন মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন।